সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শী শাড়ীর সঙ্গে বেল্ট পরে ট্রলের শিকার -dhakakhobor

 সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শী শাড়ীর সঙ্গে বেল্ট পরে ট্রলের শিকার -dhakakhobor

জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শী। অল্প বয়সেই কণ্ঠের যাদু দিয়ে কেড়ে নিয়েছেন অগনিত মানুষের হৃদয়। কিন্তু এবার ট্রলের শিকার হয়েছেন পড়শী।

hot video


MP4 ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন 





একটি স্টেজ শোতে শাড়ীর সঙ্গে বেল্ট পরেছিলেন পড়শী। আর তাতেই ট্রল করা হয় তাকে। তবে ট্রলের পাশাপাশি ভক্তরা প্রসংশাও করেছেন তার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে বরিবার (১৮ সেপ্টেম্বর) ছবিগুলো পোস্ট করা হয়। যেখানে লাইক পড়েছে ৫৪ হাজারের বেশি এবং কমেন্টস করা হয়েছে প্রায় আড়াই হাজার।

পড়শীর ছবিতে ইকবাল হাসান ভূঁইয়া নামে একজন লেখেন, ‘আপু মেয়েরা এভাবে বেল্ট পরলে তো বেল্টের দাম বেড়ে যাবে।’ সুমন শেখ নামে একজন বলেন, ‘শাড়ির সাথে বেল্ট! সায়া খুলে পড়ে যায় নাকি?’

মাহমুদুল হাসান নামে একজন লেখেন, ‘এখন বাজারে বেল্টের দাম বেড়ে যাবে।’ বৃত্তি নামের এক মেয়ে লেখেন, ‘আপু এটা আমার জামাইকে দিয়ে দেন।’ আরেকজন লেখেন, আমার জামাইয়েরও এরকম বেল্ট আছে।’

শাড়ীর সঙ্গে বেল্ট পড়ার বিষয়ে জানতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার মা জানান পড়শী দূরে নানু বাড়িতে আছেন। তাই তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url